ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালট অ্যাপ: নিবন্ধন ছাড়াল এক লাখ ৯৩ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নতুন ব্যবস্থায় এখন পর্যন্ত বিদেশের বিভিন্ন দেশ থেকে “পোস্টাল ভোট বিডি” অ্যাপে নিবন্ধন করেছেন ১ লাখ ৯৩ হাজার ৫১৪ জন প্রবাসী ভোটার।

শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত ইসির পোস্টাল ব্যালট অ্যাপের তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৫৬৩ জন এবং নারী ১৮ হাজার ৯৫১ জন। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিতদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন।

ইসির কর্মকর্তারা জানান, প্রবাসী বাংলাদেশি, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা এই ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

যে দেশগুলো থেকে নিবন্ধন চলছে

ইসির তালিকা অনুযায়ী, দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকার অনেক দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করছেন। এর মধ্যে রয়েছে মিশর, উগান্ডা, নাইজেরিয়া, মরক্কো, কেনিয়া, রুয়ান্ডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, পেরু, জিম্বাবুয়ে, চিলি, গাম্বিয়া, ব্রাজিল, তাইওয়ানসহ আরও বহু দেশ।

নির্বাচন কমিশন জানিয়েছে, ডাকযোগে পাঠানো ব্যালটে ভোট দিয়ে তা নির্দিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ফিরতি খামে পাঠিয়ে দিতে হবে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। প্রবাসীদের ভোটে অংশগ্রহণ বাড়াতে ইসির লক্ষ্য প্রায় ৫০ লাখ নিবন্ধনকারী অর্জন করা।

সংবাদটি শেয়ার করুন