ঢাকা | শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরে আড়াই হাজার যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা

চীন থেকে গত একসপ্তাহে বংলাদেশে আসা ফ্লাইটগুলোর ২ হাজার ৬১০ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বিমানবন্দরে। তবে এখনো পর্যন্ত কোন যাত্রীর মধ্যেই করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ গতকাল এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ যাতে বাংলাদেশে না হয় সেজন্য  চলতি মাসের ২০ তারিখ থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়। একই ব্যবস্থা নেয়া হয়েছে চট্টগ্রামের শাহ আমানত ‍বিমানবন্দর ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ঢাকা ও চীনের মধ্যে প্রতিদিন ছয়টি ফ্লাইট যাওয়া-আসা করে। এসব ফ্লাইটের মাধ্যমে প্রতিদিন গড়ে ৬০০ যাত্রী চীন থেকে বাংলাদেশে আসেন। মূলত সরাসরি ফ্লাইটে চীন থেকে আসা যাত্রীদেরকেই পর্যবেক্ষণ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সংক্রামক রোগ শনাক্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সার্বক্ষণিক তিনটি থার্মাল স্ক্যানার চালু রাখা হয়েছে।

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন