উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সময়সূচি আবারও পিছিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হওয়া এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উড়োজাহাজে ভ্রমণের উপযোগী না হওয়ায় টানা তৃতীয়বারের মতো এই যাত্রা পেছাতে হলো।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, “ম্যাডামের লন্ডন যাত্রা স্থগিত করা হয়েছে। এ মুহূর্তে নতুন কোনো তারিখ বলা যাচ্ছে না। এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছালে যেকোনো দিনই তাঁকে নেওয়া হবে।”
বিএনপির একজন চিকিৎসক জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিন একই পর্যায়ে রয়েছে। চিকিৎসকের ভাষায়, “এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসছে, পাশাপাশি ম্যাডামের শারীরিক পরিস্থিতি ফ্লাই করার মতো উপযুক্ত কি না সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
দলের একটি দায়িত্বশীল সূত্র জানায়, কাতারের ব্যবস্থাপনায় নতুন যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে, সেটি প্রথমে ৬ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা ছিল। পরে সময়সূচি পরিবর্তন করে নতুন তারিখ দেওয়া হয় ৯ ডিসেম্বর। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অ্যাম্বুলেন্সটি ১০ ডিসেম্বর ঢাকায় থেকে ছাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে চিকিৎসকদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।




