ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘তফসিল নিয়ে নিশ্চিত কিছু নয়’—স্পষ্ট বার্তা ইসি সচিবের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

শুক্রবার (৫ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তফসিলের তারিখ নিয়ে যেসব সংবাদ ছড়িয়ে পড়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই এবং কমিশনের পক্ষ থেকেও এখনো কোনো তারিখ নিশ্চিত করা হয়নি।

সচিব বলেন, বিভিন্ন গণমাধ্যম ইতোমধ্যে তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ নিয়ে নানা খবর প্রকাশ করছে। কিন্তু এসব তথ্য কোথা থেকে এসেছে, সে সম্পর্কে নির্বাচন কমিশন অবগত নয়। তার ভাষায়, “কে দিয়েছে আমি জানি না। তফসিলের ডেট কে দিলো তা-ও আমি জানি না। ভোটের তারিখও আমি জানি না। কেউ যদি দিয়ে থাকে মনের মাধুরী মিশিয়ে দিয়েছে–আমি এটুকুই বলতে পারি।”

তিনি আরও স্পষ্ট করে জানান, তফসিল কিংবা ভোটের দিন–ক্ষণ—কোনো কিছুই কমিশন এখনো চূড়ান্ত করেনি। বর্তমানে নানামুখী আলোচনা ও অনুমান চললেও সেগুলোকে কমিশনের সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা যাবে না। বিভিন্ন পক্ষের এসব আলোচনার বাইরে ইসির আনুষ্ঠানিক সিদ্ধান্ত না এলে কোনো তথ্যই নিশ্চিত নয় বলে মন্তব্য করেন তিনি।

আখতার আহমেদ বলেন, বিগত কয়েকদিন ধরে সম্ভাব্য সময়সূচি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। তবে এসব আলোচনার কোনোটিই কমিশনের অফিসিয়াল সিদ্ধান্তের অংশ নয়। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি অনুমানের ওপর ভিত্তি করে সংবাদ প্রচার করে থাকে, তা জনগণকে বিভ্রান্ত করতে পারে, যা একেবারেই অনুচিত।

ইসি সচিবের বক্তব্যে স্পষ্ট হয়েছে, নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এবং আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া অনুমানভিত্তিক খবর প্রচারকে কমিশন দায়িত্বহীনতা হিসেবে দেখছে।

সংবাদটি শেয়ার করুন