মার্কিন ডলারের দুর্বল প্রবণতা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার শিগগিরই কমতে পারে—এমন প্রত্যাশার জোরে শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে রয়টার্স।
শুক্রবার (৫ ডিসেম্বর) জিএমটি সময় সকাল ১০টা ১৭ মিনিটে স্পট গোল্ডের দাম বেড়ে আউন্সপ্রতি ৪,২২৫.১১ ডলারে দাঁড়ায়, বৃদ্ধি হয় শূন্য দশমিক ৪ শতাংশ। যদিও পুরো সপ্তাহের হিসেবে মূল্য এখনো শূন্য দশমিক ১ শতাংশ কম রয়েছে।
অন্যদিকে ফেব্রুয়ারির মার্কিন ফিউচার্স গোল্ডের দামও শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪,২৫৫.৯০ ডলারে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, ফেডারেল রিজার্ভের আগামী সপ্তাহের নীতি বৈঠকের আগে বিনিয়োগকারীরা দৃষ্টি রাখছেন গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি-সংক্রান্ত তথ্যের দিকে। এদিকে ডলার সূচক পাঁচ সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে নেমে আসায় অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলকভাবে সহজ হয়ে উঠেছে।
এফএক্সটিএমের সিনিয়র গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, “ফেড সুদের হার কমাতে পারে—এমন জোরালো প্রত্যাশা ও ডলারের দুর্বলতা স্বর্ণবাজারের ঊর্ধ্বগতিকে আরও ত্বরান্বিত করছে।”
দেশের বাজারেও চলছে স্বর্ণের দাম পরিবর্তনের ধারা। শুক্রবার (৫ ডিসেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা বিক্রি হবে বলে জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২ ডিসেম্বর) বাজুস ঘোষণা দিয়েছিল প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে স্বর্ণের দাম।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কিছুটা কমেছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
হালনাগাদ দামের তালিকা অনুযায়ী—
• ২২ ক্যারেট স্বর্ণের ভরি: ২,১১,০৯৫ টাকা
• ২১ ক্যারেট স্বর্ণের ভরি: ২,০১,৪৯৬ টাকা
• ১৮ ক্যারেট স্বর্ণের ভরি: ১,৭২,৭০৯ টাকা
• সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি: ১,৪৩,৬৮৯ টাকা




