ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বেগম জিয়ার খোঁজ নিতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার উদ্দেশে ধানমণ্ডির পৈতৃক বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টা ২২ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জুবাইদা রহমানকে বহনকারী ফ্লাইটটি। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

বিমানবন্দরে পৌঁছানোর কিছুক্ষণ পর, সকাল ১১টা ৫৪ মিনিটে জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়ার দেখা নিতে ও তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর জানতে।

সংবাদটি শেয়ার করুন