ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসায় সুখবর দিল মেডিকেল বোর্ড

সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর সুখবর জানিয়েছেন তার চিকিৎসা তত্ত্বাবধায়ক মেডিকেল বোর্ড। তারা জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী সম্প্রতি এন্ডোস্কপি সম্পন্ন করেছেন এবং তার পাকস্থলির রক্তক্ষরণও বন্ধ হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে মেডিকেল বোর্ড এ তথ্য প্রকাশ করে।

এদিকে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই উদ্দেশ্যে কাতার সরকারের মাধ্যমে জার্মানি থেকে বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। কাতার দূতাবাস সূত্রে জানা যায়, শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।

ফলে, খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে রোববার (৭ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সযোগে লন্ডন যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে, শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে তার পুত্রবধূ ও তারেক জিয়ার স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে শাশুড়ির সর্বশেষ অবস্থা খোঁজেন। পরে তিনি ধানমণ্ডিতে নিজের মায়ের বাসায় যান।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন