যুক্তরাষ্ট্রে বিদেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য ওয়ার্ক পারমিট বা ইএডি (Employment Authorization Document)-এর মেয়াদ কমিয়ে দেড় বছর বা ১৮ মাস করা হয়েছে। আগে এই মেয়াদ ছিল ৫ বছর।
ইএডি একপ্রকার সরকারি নথি, যা সাধারণভাবে ‘ওয়ার্ক পারমিট’ নামে পরিচিত। আগে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকরা ইএডি পেলে ৫ বছর পরপর নবায়ন করতেন। এখন থেকে প্রতি ১৮ মাস অন্তর নবায়ন করা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (হোমল্যান্ড সিকিউরিটি) অধীন সংস্থা কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত শরণার্থী, আশ্রয়প্রার্থী ও নিজ দেশে ফেরত পাঠানো থেকে বেঁচে যাওয়া অভিবাসীসহ ১৯ ক্যাটাগরির বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের সময় ট্রাম্প ঘোষণা করেছিলেন, ক্ষমতায় গেলে অবৈধ অভিবাসী ও অভিবাসন ইস্যুতে কঠোর পদক্ষেপ নেবেন। শপথ গ্রহণের পর তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এরপর যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়।
ট্রাম্প প্রশাসন বৈধ অভিবাসীদের প্রবেশ সীমিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি। এই ভিসার মাধ্যমে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলো তথ্যপ্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে আনতে পারে। গত সেপ্টেম্বর মাসে এই ভিসার বাৎসরিক ফি ১,৫০০ ডলার থেকে ১ লাখ ডলারে উন্নীত করা হয়।
গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে নিহত হন ন্যাশনাল গার্ডের দুই সদস্য। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন কার্যক্রম স্থগিত করে। ওই ১৯ দেশ হলো আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, রিপাবলিক অব কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম ফক্স নিউজকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের ৩০টিরও বেশি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে।




