ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সমৃদ্ধ জাতি গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের নির্বাচনে নারীদের ভোট খুবই গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেছেন, সামাজিক ও সাংস্কৃতিকভাবে নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকলেও সুন্দর সমাজ গঠনে তাদের অবদান ব্যাপক। এক সমৃদ্ধ, শিক্ষিত জাতি গঠনে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩নং ধামতী ইউনিয়নে এনসিপির পদযাত্রা ও নারীদের নিয়ে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “সামাজিকভাবে নারীরা যেন যথাযথ মূল্যায়ন পান। সাংস্কৃতিকভাবে তারা যেন এগিয়ে যেতে পারেন। ধর্মীয়ভাবে মূল্যবোধসম্পন্ন হতে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবো, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে নারী শিক্ষার উন্নতি এবং সামাজিক মর্যাদায় গুরুত্ব দেওয়া হবে। কোনো মেয়ে যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেই জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানে বহু মানুষ জীবন দিয়েছেন একটি আমূল পরিবর্তনের জন্য। আগামী নির্বাচনে সেই পরিবর্তনের পক্ষে সবাইকে রায় দিতে হবে। ভোট দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে, অন্যথায় আবারও ফ্যাসিবাদের উত্থান হতে পারে।”

এদিন তিনি ধামতী মাদ্রাসাপাড়া, ধামতী উচ্চ বিদ্যালয় এলাকা, ভূইয়া মার্কেট, মাজার মার্কেট, পদুয়া ও দুয়ারিয়া এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এ সময় এনসিপির স্থানীয় নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন