ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানী ফের কেঁপে উঠল ভূমিকম্পে

রাজধানীসহ আশপাশের এলাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে, যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১। এই কম্পন বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি নরসিংদীর শিবপুর এলাকায় উৎপত্তি করেছে। তবে এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। কম্পনের উৎস ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে অবস্থান করছিল।

সংবাদটি শেয়ার করুন