ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কবিরাজি প্রতারণায় ৩৫ লাখ টাকা লুট, চক্র গ্রেপ্তার

রাজধানীর নিউমার্কেট এলাকায় এক নারী তার অবাধ্য সন্তানকে বাধ্য করার আশায় কথিত এক কবিরাজের কাছে গিয়েছিলেন। সুযোগ বুঝে কবিরাজ পরিচয়ে একটি চক্র তার কাছ থেকে ৩৫ লাখ টাকা হাতিয়ে নেন। নিউমার্কেট থানা পুলিশ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন রাকিব মাতব্বর, মো. আলাউদ্দিন ব্যাপারী, মো. মহিউদ্দিন ব্যাপারী, মো. মানিক, মো. ফরহাদ হোসেন ও মো. মেহেদী হাসান। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ১৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ওই নারী ১৯ আগস্ট ফেসবুকের একটি পেজ “কোরআনিক শিফা”তে অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায় সম্পর্কিত ভিডিও দেখে পেজে দেওয়া নম্বরে কল করেন। এরপর কবিরাজ পরিচয়ের ব্যক্তির কাছে গিয়ে ছেলের জন্য সমাধান চাইলে চক্রটি বিভিন্ন জিনিস কেনার অজুহাতে প্রথমে ৫ হাজার ৫০০ টাকা এবং পরবর্তীতে ভয় দেখিয়ে ৪৯ হাজার টাকা নেন। এরপর ২১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে মোট ৩৫ লাখ ৪৪ হাজার ১০৫ টাকা হাতিয়ে নেয়া হয়। বিষয়টি বুঝতে পেরে নারী নিউমার্কেট থানায় প্রতারণার মামলা দায়ের করেন। গ্রেপ্তারদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন