ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘নির্বাচন পেছানোর গভীর ষড়যন্ত্র চলছে’

চট্টগ্রামে আট দলের মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম অভিযোগ করেন, দেশে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে। তার দাবি, নির্ধারিত সময়মতো ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সরকারকে অবশ্যই উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে পাঁচ দফা দাবি তুলে ধরে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, “আমরা ভেবেছিলাম ২০২৪-এর পর বৈষম্য কমবে, চাঁদাবাজি বন্ধ হবে। কিন্তু বাস্তবে কিছুই বন্ধ হয়নি। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। এমন বাংলাদেশ আমরা চাইনি।”

আগামী দিনে আরও বড় আন্দোলনের সংকেত দিয়ে তিনি বলেন, “আমরা ইসলামি হুকুমত কায়েম করতে চাই। ইসলামি শাসন প্রতিষ্ঠিত হলে দেশে কোনো বৈষম্য থাকবে না। কেউ না খেয়ে থাকবে না। আর দেশের টাকা বিদেশে পাচার হওয়ার সুযোগও থাকবে না।”

নির্বাচন ঘিরে দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। ফয়জুল করীম বলেন, “কেউ দেশের পক্ষে দাঁড়াবে, কেউ ভারতের পক্ষে। আজ থেকে দেশের পক্ষের শক্তিকে, ইসলামের শক্তিকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সংবাদটি শেয়ার করুন