রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া খালেদা জিয়ার সুস্থতার জন্য মন্দির, গির্জা, প্যাগোডাসসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও প্রার্থনা করার আহ্বান জানানো হয়।
নয়াপল্টনের একটি মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য সিনিয়র নেতারা।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে। তবে তিনি ফ্লাই পারবেন কি না, তা সিদ্ধান্ত দেবেন চিকিৎসকরা।’
তিনি আরও বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার অসুস্থতা শুরু হয়। চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।’ এই অবস্থায় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার অনুরোধ জানান।




