বছরের শুরুতে ঢাকায় সফল কনসার্ট অনুষ্ঠিত করার পর পাকিস্তানি ব্যান্ড কাবিশকে এবার গান না গেয়েই দেশে ফিরে যেতে হলো। প্রাইম ওয়েব কমিউনিকেশনস আয়োজিত ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্টের সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও, শেষ মুহূর্তে ভেন্যুর নিশ্চয়তা না পাওয়ায় অনুষ্ঠান বাতিল করা হয়।
কনসার্টে কাবিশের পাশাপাশি বাংলাদেশের ব্যান্ড শিরোনামহীন, মেঘদলসহ আরও কয়েকজন শিল্পীর পারফরম্যান্স হওয়ার কথা ছিল। ঢাকার মাদানী অ্যাভিনিউ কোর্টসাইড ভেন্যুতে শুক্রবার বিকেলে অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অনুমতি না দেওয়ায় পরিকল্পনা ব্যর্থ হয়।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, প্রস্তুতি এবং নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। ভেন্যু নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত অনুমতি না পাওয়ায় গানপ্রেমীরা বঞ্চিত হয়েছেন এবং আয়োজকদের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। সংগীতাঙ্গনের অনেকেই এই ঘটনাকে উদ্বেগজনক হিসেবে দেখছেন।
প্রসঙ্গত, কাবিশ এই বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টেও অংশগ্রহণ করেছিল। ১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মওদুদ মিলে গঠন করা এই সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ডটি ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’সহ গানগুলোর মাধ্যমে ভারত ও বাংলাদেশের শ্রোতাদের মধ্যে পরিচিত।




