ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে সামনে রেখে ভারি অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ধারাবাহিক অভিযান চালাচ্ছে এবং এ নিয়ে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তার ভাষায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব কার্যক্রমই পরিকল্পনা অনুযায়ী চলছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ফায়ার সার্ভিস ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশন অধ্যাদেশ নিয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জনগণকে সেবাদানে দক্ষতা বাড়াতেই এই আইন প্রণয়ন করা হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তা জানানোর সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি।

তিনি আরও জানান, দুর্যোগ মোকাবিলায় সারাদেশে ৫৫ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে তারা ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করবে। ভলান্টিয়ারদের আরও কিছু সুযোগ-সুবিধা যোগ করা যায় কি না—সেটিও সরকার বিবেচনা করছে বলে জানান জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের শেষাংশে কাজে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিসের ২২ জন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন