গাজা পুনর্গঠন ও মানবিক সংকট লাঘবে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ১০ কোটি ডলার সহায়তা দেবে চীন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফিলিস্তিন অথরিটি (পিএ) এ তথ্য নিশ্চিত করে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠ করেন। চিঠিতে ফিলিস্তিনের ন্যায্য অধিকার রক্ষা ও পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি দখলদারিত্ব কমাতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়।
বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে শি জিনপিং অনুদানের ঘোষণা দেন। তিনি আরও জানান, ফিলিস্তিনি ইস্যুর একটি সর্বসম্মত, ন্যায়সংগত ও টেকসই সমাধান নিশ্চিত করতে চীন ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। শি জিনপিং বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও দুই দেশের কৌশলগত সম্পর্ক ও পারস্পরিক সহায়তা অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে উচ্চপর্যায়ের সম্মেলনে ফরাসি প্রেসিডেন্টের উপস্থিতিতে দ্বি-রাষ্ট্র সমাধান এবং ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরদার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।




