ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নি’হত চার

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আরও ৬ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখান থেকে গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার গনেশ চন্দ্র সাহা জানান, সড়ক দুর্ঘটনায় এ পর্যন্ত দুই নারী, একজন পুরুষ ও এক শিশুসহ মোট ৪ জন নিহত হয়েছেন। আহত ৬ জনের মধ্যে গুরুতর আহত ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুত গতির বাসচাপা দেয়।

এতে ঘটনাস্থলে তিনজন ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়। এ পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন