বিএনপি ক্ষমতায় এলে দেশের উন্নয়ন গতিবেগ অতীতের তুলনায় শতগুণ বৃদ্ধি পাবে এবং এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (৫ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়া উপজেলার নির্বাচনী এলাকায় চতুর্থ দিনের মতো গণসংযোগকালে তিনি এসব মন্তব্য করেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ছাদখোলা গাড়িতে করে কোনাখালী এলাকায়ও তিনি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে দয়া করে ধানের শীষের পক্ষে ভোট দিন। ইনশাআল্লাহ, বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে আপনার এলাকার উন্নয়ন নিয়ে কোনো চিন্তা থাকবে না। অতীতের তুলনায় শতগুণ বেশি উন্নয়ন হবে এবং এলাকায় শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে।”
তিনি আরও উল্লেখ করেন, চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে তিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন। গত ২ ডিসেম্বর থেকে এই নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।
নির্বাচনী প্রচারণার শেষ দিন এক দিনের মধ্যে সম্পন্ন হবে, এবং এর পর রবিবার (৭ ডিসেম্বর) তিনি রাজধানী ফিরে আসবেন।




