ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাইলেন হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার অনুরোধ জানিয়েছেন।

তিনি লিখেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন লন্ডনে চিকিৎসা গ্রহণের সুযোগ পান এবং সুস্থভাবে দেশে ফিরতে পারেন—তার জন্য সকলের প্রার্থনা কাম্য।

পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, “গত কয়েকদিন ধরে দেশের লক্ষ-কোটি মানুষ, বিশেষ করে প্রবীণ মা-বাবারা বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। তরুণ প্রজন্মও আপোসহীন নেত্রী খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য প্রার্থনা করেছেন।”

শেখ তানভীর বারী হামিম বলেন, “জিয়া পরিবার দেশের সার্বভৌমত্ব, আবেগ ও অস্তিত্বের প্রতীক। বেগম জিয়া সেই

সার্বভৌমত্বের প্রতীক। আল্লাহর রহমতে তার চিকিৎসার পথ সহজ ও গতিশীল হোক—এমন প্রার্থনায় সবাইকে পবিত্র শুক্রবারটি কাটানোর আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন