বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা আজ (শুক্রবার) আর হচ্ছে না। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি সমস্যার কারণে আজ ঢাকায় পৌঁছায়নি। সব ঠিক থাকলে এটি আগামীকাল শনিবার ঢাকায় আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, মহাসচিবের বরাত দিয়ে বিষয়টি গণমাধ্যমকে জানান।
মির্জা ফখরুল বলেন, কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ পৌঁছায়নি। তাই ম্যাডামকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি স্বাভাবিকভাবেই পিছিয়ে গেছে। তিনি আরও জানান, কারিগরি ত্রুটির কারণে অ্যাম্বুলেন্স ফ্লাইট আজ আসতে পারেনি, তবে শনিবার আসতে পারে।
বিএনপি মহাসচিব বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি ভ্রমণ সহনীয় হয় এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ ডিসেম্বর (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন।
খালেদা জিয়ার লন্ডন চিকিৎসার প্রস্তুতি ঘিরে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতোমধ্যে ঢাকার পথে রয়েছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তার ফ্লাইট ছেড়েছে বলে জানা গেছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া বহুদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও কিডনি–ফুসফুস–হৃদপিণ্ড–চোখের জটিলতাসহ গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। হৃদপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ শনাক্ত হওয়ার পর ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।




