ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছেছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বর্তমান অবস্থা এবং লন্ডনে চিকিৎসার প্রস্তুতি ব্যক্তিগতভাবে দেখার উদ্দেশ্যে তিনি দেশে আসেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আগমনের পর কোনো বিরতি না নিয়ে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টা লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় হিথরো বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। এ সময় তার কন্যা জাইমা রহমান বিমানবন্দরে এসে মাকে বিদায় জানান।

ঢাকাস্থ কাতার দূতাবাস সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে কারিগরি জটিলতার কারণে শুক্রবার এটি ঢাকায় পৌঁছাতে পারেনি। সব ঠিক থাকলে শনিবার বিশেষ ফ্লাইটটি ঢাকায় আসবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মেডিকেল বোর্ড অনুমতি দিলে বেগম জিয়া রবিবার (৭ ডিসেম্বর) লন্ডনে যেতে পারেন।

ডা. জুবাইদা রহমানের সঙ্গে লন্ডন সফরে যাবেন মোট ১৮ জন। এই দলে থাকবেন খালেদা জিয়ার ছেলে, কন্যার স্ত্রী, দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখ সংক্রান্ত নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। ২০২৪ সালের ৫ আগস্ট মুক্তির পর তিনি উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন এবং ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফিরে নিয়মিত এভারকেয়ার হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা চলছে।

২৩ নভেম্বর তিনি পুনরায় হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন