ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ছুটির দিনেও বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় স্থানে ঢাকা

ছুটির দিনের সকালেও ঢাকার বাতাস রয়ে গেছে মারাত্মক দূষিত। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা ৪৭ মিনিটে আন্তর্জাতিক বায়ুর মান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার (Air Quality Index) প্রকাশিত তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়।

তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার দূষণ স্কোর ২৭০ যা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ের মধ্যে পড়ে। ঢাকার স্কোর ২৩৬, অর্থাৎ এখানকার বায়ুর মানও একইভাবে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত।

তৃতীয় স্থানে রয়েছে মিশরের কায়রো, যার স্কোর ২৩০। এটিও খুবই অস্বাস্থ্যকর বায়ু অবস্থার ইঙ্গিত দেয়।

বায়ুমানের মানদণ্ড কী বলে?

আইকিউএয়ারের স্কোরিং অনুযায়ী-

০–৫০: ভালো

৫১–১০০: মাঝারি / সহনীয়

১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

১৫১–২০০: অস্বাস্থ্যকর

২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর

৩০১-এর বেশি: বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ

এ মানদণ্ডে ঢাকার বর্তমান বায়ু নিঃসন্দেহে স্বাস্থ্যঝুঁকির উচ্চমাত্রার সতর্কতা বহন করছে।

সংবাদটি শেয়ার করুন