ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ দেশব্যাপী দোয়া-প্রার্থনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সারা দেশে দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করা হবে। দেশের প্রতিটি মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে এ আয়োজন হবে।

এই কর্মসূচির ঘোষণা আসে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সরকারের পক্ষ থেকেও অনুরূপ প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকল ধর্মের মানুষকে নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করার অনুরোধ জানিয়েছে বিএনপি। তিনি আরও উল্লেখ করেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। টানা ১২ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি, যার মধ্যে ৮ দিন কাটছে সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। যদিও তার অবস্থা পুরোপুরি স্থিতিশীল নয়, তবে চিকিৎসকদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন।

দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে যাত্রা বিলম্বিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন