ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথমবার ভারত সফরে এসে তিনি বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লিতে অবতরণ করেন।
তার আগমনের মুহূর্তে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুতিনকে স্বাগত জানাতে বিমানবন্দরজুড়ে ছিল লালগালিচা আয়োজন।
এনডিটিভির খবরে জানানো হয়, রুশ প্রেসিডেন্টের বিমান দিল্লির পালামে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতেই তাকে অভ্যর্থনা জানান মোদি। বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী উষ্ণ অভিবাদনে জড়িয়ে ধরেন। সেখান থেকে একই গাড়িতে করে যাত্রা শুরুর আগে দুই নেতা করমর্দন করেন।




