ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইজিপিকে অপসারণের জন্য আইনি নোটিশ

বিডিআর হত্যাযজ্ঞের ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে পুলিশের মহাপরিদর্শক (আইজি) বাহারুল আলমের নাম উল্লেখ হওয়ায় তাকে অপসারণ করার জন্য সরকারের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে পদ থেকে সরানো হোক।

এই নোটিশ তিনজন আইনজীবীর মাধ্যমে পাঠানো হয়েছে—মো. আব্দুস সামাদ, মো. শাহিন হোসেন এবং মো. আতিকুর রহমান।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তিন আইনজীবী প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠান।

সংবাদটি শেয়ার করুন