ঢাকা মহানগরীতে সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাস ভবনের আশেপাশে সকল সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকা) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর মধ্যে যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি অন্তর্ভুক্ত।
নিষিদ্ধ এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে: বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী এলাকা, যেখানে রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং।
ডিএমপি জানিয়েছে, এই নির্দেশ আগামী কার্যকর থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। জনসাধারণ ও সংগঠনগুলোকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।




