ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাশমিকা কি সত্যিই বিয়ে করতে চলেছেন?

দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমে এমন খবর ছড়িয়েছিল যে তারা ২০২৬ সালের শুরুতে বাগদান ও বিয়ে করতে পারেন। এতদিন ব্যক্তিজীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন রাশমিকা, তবে সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি এই বিষয়ে মন্তব্য করলেন।

২০২৫ সালে রাশমিকার ক্যারিয়ারটি সেরা সময় পার করছে। বছরের শুরুতে ‘ছাবা’ থেকে শুরু করে সর্বশেষ ‘দ্য গার্লফ্রেন্ড’—মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমা মিলে ১ হাজার ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে। রাশমিকা বলেন, “সত্যিই বলতে এ বছরটা স্বপ্নের মতো। বৈচিত্র্যময় চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি, যা আমার জন্য বিশেষ।”

সম্প্রতি শোনা যায়, গত অক্টোবরেই হায়দরাবাদে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছে, আর ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে হতে পারে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি। সাক্ষাৎকারে সঞ্চালক অনুপমা চোপড়া সরাসরি জিজ্ঞেস করলে, রাশমিকা হেসে বলেন, “আমি কোনোটাই করব না। সময় হলে আমরাই জানাব।”

ভক্তরা এই উত্তরকে তাদের সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে রাশমিকা স্পষ্ট করেন, ব্যক্তিগত বিষয়ে কিছু শেয়ার করার আগে তিনি কিছুটা সময় নেবেন। উল্লেখ্য, ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এ একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাদের প্রেমের খবর আলোচনায় রয়েছে। ২০২৪ সালে দুজনই জানিয়েছিলেন—তারা ‘সিঙ্গেল নন’, তবে সঙ্গীর নাম প্রকাশ করেননি

সংবাদটি শেয়ার করুন