মাদারীপুর সরকারি কলেজের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসে ঢুকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাস পাওয়ার পর ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও এলাকাবাসী।
গত ৩০ নভেম্বর বিকেলে কয়েকজন বখাটে মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ঢুকে মাদক সেবন করে। এ ঘটনায় প্রতিবাদ করেন রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইকবাল আমিন (সম্রাট), বয়স ২০। এ সময় তাদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়।
পরদিন বুধবার বিকেলে কলেজ মাঠে সম্রাটকে একা পেয়ে একই বখাটে দল তাকে মারধর করে। গুরুতর অবস্থায় তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই বুধবার রাত থেকে শিক্ষার্থীদের তিন দফা দাবি-
১. হামলাকারীদের গ্রেপ্তার
২. বহিরাগতদের কলেজে প্রবেশ নিষিদ্ধ
৩. পকেট গেট বন্ধ
এই দাবিগুলো তুলে ধরে মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।
দ্বিতীয় দিনের আন্দোলনেও উত্তেজনা
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সহস্রাধিক শিক্ষার্থী মহাসড়কে জড়ো হয়ে অবরোধ গড়ে তোলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, সদর মডেল থানার ওসি আদিল হোসেনসহ ব্যবস্থাপনার অন্যান্য কর্মকর্তারা।
প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
শিক্ষার্থীদের দাবি মেনে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করে প্রশাসন। এরপর শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়। দিয়ে অবরোধ তুলে নেয়।




