সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন জানিয়েছেন অভিযানে দেশব্যাপী মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৭৬ জনকে আটক করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হওয়া ৪১০ জনসহ মোট ১,২৮৬ জনকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে: দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক, একটি এলজি, কাঠের বাটযুক্ত দেশীয় পিস্তল, শটগানের গুলি ২ রাউন্ড, পিস্তলের গুলি ৫ রাউন্ড, শটগানের গুলির খোসা ৭ রাউন্ড, গুলি ৯ রাউন্ড, গুলির খোসা ১৩ রাউন্ড, দুই পোটলা বারুদ এবং দুটি দা।
পুলিশ অভিযান চলমান আছে এবং অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




