বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৩১ দফা ঘোষণার মাধ্যমে স্পষ্ট করা হয়েছে—বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনতে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে। তিনি আশ্বাস দেন, “সবার জন্য স্বাস্থ্যসেবা আমাদের নীতি, এই দেশে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না।”
নিজের সংসদীয় আসন কক্সবাজার-১-এর পেকুয়া উপজেলার মগনামায় আয়োজিত জনসভায়, প্রচারণার তৃতীয় দিনে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ জানান, প্রথম ধাপে ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এরপর ধাপে ধাপে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে এবং দারিদ্র্য কমানোর চেষ্টা করা হবে। তিনি বলেন, “বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রাখে। এদেশের গণমানুষের দল বিএনপি সবার প্রতীক ধানের শীষ। আপনারা ঘরে ঘরে ধানের শীষের জন্য ভোট চাইবেন। আমি আপনাদের পাশে থাকব।”
এ সময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া আহ্বান জানান। তিনি বলেন, “তিনি আমাদের নেত্রী, আপনাদের নেত্রী। আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন।”
গত ২ ডিসেম্বর চকরিয়ায় গণসংযোগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন সালাহউদ্দিন আহমদ। এরপর থেকে তিনি পেকুয়া উপজেলার ইউনিয়নগুলোতে প্রচারণা চালাচ্ছেন। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ এবং দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।




