ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটিশ হাইকমিশনার ও জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

 ঢাকায় নিযুক্ত বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে একটি সৌজন্য বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় দলের আমিরের কার্যালয়ে আলোচনাটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেটও উপস্থিত ছিলেন।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশে চলমান নানাবিধ বিষয়ে উভয়পক্ষের মধ্যে খোলামেলা আলোচনা হয়। আলোচনার সময় ভবিষ্যতে বাংলাদেশ–যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

বৈঠকে জামায়াত আমিরের আসন্ন যুক্তরাজ্য সফরের বিষয়টি আলোচনায় উঠে আসে। সফরকালীন সময় ব্রিটিশ সরকারের একজন মন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন