ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার সাথে লন্ডন যাচ্ছেন যারা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত সফরসঙ্গীর তালিকায় ১৫ জনের নাম প্রকাশ করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত তালিকায় দলের নেতা, চিকিৎসক, নিরাপত্তা কর্মী এবং ব্যক্তিগত স্টাফরা অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী যারা হচ্ছেন:

ক্রমিক নংনামসম্পর্ক/পদবি
১.বেগম খালেদা জিয়াচেয়ারপার্সন
২.সৈয়দা শামীলা রহমানপুত্রবধূ (Daughter In Law)
৩.আবু জাফর মো. জাহিদ হোসেনডাক্তার/স্থায়ী কমিটির সদস্য
৪.ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীউপদেষ্টা টু বিএনপি চেয়ারপার্সন
৫.ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকীডাক্তার
৬.মো. শাহাবুদ্দিন তালুকদারডাক্তার
৭.নূরুদ্দীন আহমদডাক্তার
৮.মো. জাফর ইকবালডাক্তার
৯.মোহাম্মদ আল মামুনডাক্তার
১০.হাসান শাহরিয়ার ইকবালস্পেশাল সিকিউরিটি ফোর্স
১১.সৈয়দ সামিন মাহফুজস্পেশাল সিকিউরিটি ফোর্স
১২.মো. আব্দুল হাই মোল্লিকঅ্যাসিস্ট্যান্ট টু অ্যাক্টিং চেয়ারম্যান
১৩.মো. মাসুদ্দুর রহমানঅ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি
১৪.ফাতেমা বেগমগৃহকর্মী (Housemaid)
১৫.রূপা সিকদারগৃহকর্মী (Housemaid)

বিশেষ দ্রষ্টব্য: এই তালিকাটি বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক গত ৪.১২.’২৫ তারিখে স্বাক্ষরিত।

 

সংবাদটি শেয়ার করুন