রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাবি সাংবাদিক সমিতি (রাবিসাস)। গতকাল সোমবার দুপুরে রাবিসাসের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, বিশ্ববিদ্যালয়ে তোমরা স্বাধীন। ভাল-মন্দ দুটি পথই তোমাদের জন্য খোলা রয়েছে। সেজন্য তোমাদেরকে ভালো দিকটিকে গ্রহণ করতে হবে আর খারাপ দিকটিকে বর্জন করতে হবে। এতে করে জীবনে সফলতা আসবে। বিশ্ববিদ্যালয়ের জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে এবং সে অনুসারে কাজ শুরু করতে হবে।
সাংবাদিকতা বিষয়ে বক্তারা জানান, সাংবাদিকতা একটি মহৎ পেশা। এই সাংবাদিকতা চর্চার সুন্দর একটি প্ল্যাটফর্ম হচ্ছে ক্যাম্পাস সাংবাদিকতা। যারা সাংবাদিকতা করবে তাদের বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতায় সত্যকে সত্য হিসেবে আর মিথ্যাকে মিথ্যা হিসেবেই প্রকাশ করতে হবে। অন্যথায় জাতি ভুল পথে ধাবিত হবে। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সম্ভব। সেজন্য সবাইকে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে সবার সামনে সংবাদ তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন আলমের সঞ্চালনায় ও সমিতির সভাপতি মঈন উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও রাবিসাসের সাবেক সাধারণ সম্পাদক মামুন আব্দুল কাইয়ূম।
এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও রাবিসাসের সাবেক সভাপতি অধ্যাপক মলয় কুমার ভৌমিকসহ সংগঠনের সদস্যবৃন্দ
আনন্দবাজার/শাহী