প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৬৪ জেলার পুলিশ সুপারদের নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলার জন্য মানসিক প্রস্তুতির আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, “নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে হবে। এটি সাধারণ নির্বাচন নয়, এটি গণ-অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। এটি শহীদদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন। তাই পুলিশকে দায়িত্ব পালনও সেই মানসিকতায় করতে হবে।”
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৬৪ জেলার পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশনা দেন তিনি।
পুলিশ সুপার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “ঐতিহাসিক নির্বাচনে দায়িত্ব পালন নিশ্চিত করতে ৬৪ জেলার পুলিশ কর্মকর্তাদের দৈবচয়নের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য ছিল কোনো ধরনের পক্ষপাতিত্ব এড়ানো। নিজের পছন্দে নির্বাচন করলে অনেক সময় প্রচেষ্টা সত্ত্বেও পক্ষপাতিত্ব ঢুকে পড়ে।”




