ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বদলি উপেক্ষা করায় অতিরিক্ত এসপিকে বরখাস্ত

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। এ কারণে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে, যেখানে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২০ আগস্ট বদলি আদেশ অনুযায়ী শামীম কুদ্দুস ভূঁইয়ার দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি যোগ দেননি এবং নিয়মিত অফিসেও অনুপস্থিত রয়েছেন।

কর্তৃপক্ষের বৈধ নির্দেশ অমান্য করে বদলিকৃত কর্মস্থলে যোগ না দেওয়া সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে অসদাচরণের অভিযোগে অভিযুক্ত হওয়ায়, ২০ আগস্ট থেকে তাকে সাময়িকভাবে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বরখাস্তের সময় তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন