জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে এই আদেশ জারি করেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আগেই পলক একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। একই সঙ্গে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয় এবং তাদেরও ১০ ডিসেম্বর হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। তারা বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন।




