ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে কাতার প্রস্তুত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত। এই সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ২৩ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যাওয়ার পর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। ২৭ নভেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। সর্বশেষ তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য তিনি গত জানুয়ারিতেও লন্ডনে চিকিৎসা নিয়েছিলেন

সংবাদটি শেয়ার করুন