লাতিন বাংলা সুপার কাপের রোমাঞ্চকর ম্যাচ আগামী ৮ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন। অনূর্ধ্ব-২০ পর্যায়ের এই টুর্নামেন্টে ফিউচার স্টার বাংলাদেশ স্বাগতিক দলের ভূমিকায় খেলছে।
ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিনিধি ক্লাব দুটি। বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকায় আসে অ্যাথলেটিকো চার্লোন, আর এর আগের দিন মঙ্গলবার (২ ডিসেম্বর) পৌঁছেছিল সাও বার্নার্দো এফসি (ব্রাজিল)।
লাতিন বাংলা সুপার কাপের সময়সূচি:
৫ ডিসেম্বর (উদ্বোধনী ম্যাচ): সাও বার্নার্দো (ব্রাজিল) বনাম ফিউচার স্টার বাংলাদেশ
৮ ডিসেম্বর: অ্যাথলেটিকো চার্লোন (আর্জেন্টিনা) বনাম ফিউচার স্টার বাংলাদেশ
১১ ডিসেম্বর (শেষ ম্যাচ): সাও বার্নার্দো (ব্রাজিল) বনাম অ্যাথলেটিকো চার্লোন (আর্জেন্টিনা)
আয়োজকরা জানান, ফুটবলের পাশাপাশি টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে শেষ দিনের ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু এবং আর্জেন্টিনার কিংবদন্তি ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। এছাড়া উদ্বোধনী দিনে (৫ ডিসেম্বর) বিকেলে নগর বাউল জেমস পরিবেশন করবেন সংগীত।




