ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসি নিবন্ধন দিচ্ছে আরও দুটি রাজনৈতিক দলকে

নির্বাচন কমিশন (ইসি) অবশেষে আরও দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে যাচ্ছে। দলগুলো হলো তারেক রহমানের আমজনতার দল এবং জনতার দল, যারা নিবন্ধনের দাবিতে টানা ১২৫ ঘণ্টা অনশন করেছিলেন।

ইসি কয়েক দফা তদন্তের পর, দল দুটির জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব নিশ্চিত হওয়ায় এবং নিবন্ধনের শর্ত পূরণ করায় তাদের নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, নতুন দুটি দল ইসির নিবন্ধন পেয়েছিলএকটি ন্যাশনাল কনফেডারেশন পার্টি (এনসিপি) এবং অন্যটি জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দল দুটির বিষয়ে কারো আপত্তি থাকলে তা জানাতে ৯ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। এর পর কমিশনের অনুমোদন পেলেই শুক্রবার পত্রিকায় আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন