ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গু’লিতে এক বাংলাদেশি নি’হত

লালমনিরহাট পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সবুজ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, সবুজ মিয়াসহ কয়েকজন গরু আনার উদ্দেশ্যে ভারতীয় সীমান্তের দিকে প্রবেশ করেন। সে সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সবুজ মিয়া মারা যান।

ঘটনাস্থল সংক্রান্ত আরও তথ্য থেকে জানা যায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন শমশেরনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা, সীমান্ত পিলার ৮৬৪/৫-এর বিপরীতে ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের অধীনস্থ এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের ভারতীয় অংশে প্রায় ৩০ গজ ভেতরে ‘কেনাকাটা’ নামক স্থানে গরুপাচারকারীদের দিকে গুলি ছোড়া হলে সবুজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য এখনো জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন