ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রামপুরায় ২৮ হ’ত্যা / কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির রেদোয়ানুলসহ ২ জন

২০২৪ সালের জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় গুলি চালিয়ে ২৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ দুজনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কঠোর নিরাপত্তাবেষ্টনীতে ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

আজই মামলার চার আসামির বিরুদ্ধে ‘ফরমাল চার্জ’ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনাল-১ এর। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ২৪ নভেম্বর শুনানি শেষে এই মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ৪ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। একই দিনে পলাতক দুই আসামির জন্য রাষ্ট্রীয় খরচে স্টেট ডিফেন্স আইনজীবীও নিয়োগ করা হয়।

রাষ্ট্রপক্ষে ঐ শুনানিতে অংশ নেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ও প্রসিকিউটর মো. তারেক আব্দুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন