ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল: আপিল বিভাগ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া আইনসম্মত—হাইকোর্টের এমন রায় বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিল খারিজ করে দেন।

এর আগে বুধবার শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন আদালত।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক যুক্তিতর্ক পেশ করেন। রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার থেকে লিভ টু আপিলের শুনানি শুরু হয়। সেদিন আইনজীবী শিশির মনির বলেন, “জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা। বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস।”

এরও আগে ১২ নভেম্বর শুনানিতে আদালত নিয়ে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল। পরে আপিল বিভাগ তাঁর কাছে ব্যাখ্যা চান।

গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন আইনজীবী মহসিন রশিদ। তবে হাইকোর্ট রিট খারিজ করে জানায়, দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধতা দিয়েছে—এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এরপর তিনি আপিল বিভাগের কাছে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন, যা আজ খারিজ হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন