রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে। সকাল ৬টা ১৪ মিনিটে হালকা এই কম্পনে শহরের কয়েকটি এলাকায় দোলা অনুভব করেন বাসিন্দারা।
আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা রেকর্ড করা হয় ৩০ কিলোমিটার।
তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, তাদের হিসাব অনুযায়ী এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টঙ্গী থেকে ২০ কিলোমিটার পূর্বে, এবং গভীরতা ২৭ কিলোমিটার। মাত্রা একইভাবে ৪.১ মাপা হয়।
এ সপ্তাহের শুরুতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা।
এর পরদিন, মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭টা ৫৬ মিনিটে বঙ্গোপসাগরে ৪.২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।




