নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতক শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটি তাদের আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭১তম রাউন্ডে ভর্তি কার্যক্রম চালু করেছে। চাকরির বাজারের চাহিদা মাথায় রেখে তৈরি এই কোর্সগুলো ইতোমধ্যেই ব্যাপক সফলতা অর্জন করেছে। এখন পর্যন্ত মোট ১৭ হাজার ৬৬৩ জন পেশাদার তৈরির পাশাপাশি তাদের ৯২ শতাংশ দেশের ভেতরে ও বিদেশে কর্মরত আছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এই পেশাজীবীরা ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন।
জেদ্দা-ভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত আইএসডিবি-বিআইএসইডব্লিউ মূলত আইটি ও কারিগরি খাতে দেশের তরুণদের চাকরিমুখী প্রশিক্ষণ ও প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।
স্কলারশিপের সুবিধা
প্রশিক্ষণার্থীপ্রতি প্রায় ২ লাখ টাকার সমমূল্যের কোর্স সম্পূর্ণ বিনা মূল্যে।
দেশের অন্যতম সেরা আইটি ট্রেনিং প্রোগ্রাম।
কোর্স সম্পন্নকারীদের জন্য প্লেসমেন্ট সেলের মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ।
আবেদনের যোগ্যতা
স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিল অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে, কন্সট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদনযোগ্য।
স্নাতক ও সমমানের জন্য কোর্সসমূহ
ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড, ফ্লাটার)
লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস ও ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট
এএসপি.নেট, অ্যাঙ্গুলার ও রিঅ্যাক্ট দিয়ে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ
ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
নেটওয়ার্ক সলিউশন ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
গ্রাফিকস, অ্যানিমেশন ও ভিডিও এডিটিং
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোর্সসমূহ
আর্কিটেকচারাল ও সিভিল ক্যাড
লারাভেল ও রিঅ্যাক্ট-ভিত্তিক ওয়েব ডেভেলপমেন্ট
নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
গ্রাফিকস, ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিকস
এএসপি.নেট ব্যবহার করে ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট
ক্লাউড কম্পিউটিং (ওরাকল অ্যাপেক্স)
থ্রি-ডি ভিজুয়ালাইজেশন
আবেদনের সময়সীমা
৭১তম রাউন্ডের আবেদন গ্রহণ চলবে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
যেভাবে আবেদন করবেন
অনলাইনে আবেদন করতে হবে- apply.isdb-bisew.info
স্কলারশিপের বিস্তারিত জানতে ভিজিট করুন-
1- www.isdb-bisew.org/it-scholarship-programme
2- www.isdb-bisew.org




