ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরে রপ্তানি কার্গোতে মিলল বড় ইয়াবার চালান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো তল্লাশিতে মাদকের বড় একটি চালান আটকের ঘটনা সামনে এসেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে নিয়মিত নিরাপত্তা স্ক্রিনিংয়ের সময় ডাক বিভাগের মাধ্যমে পাঠানো এক্সপোর্ট কার্গো থেকেই উদ্ধার করা হয় চার হাজার ইয়াবা ট্যাবলেট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমান বাহিনী, পুলিশ ও আনসারের সদস্যদের সমন্বয়ে গঠিত এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের স্ক্রিনিং টিম সকাল ৯টায় হ্যাঙ্গার গেইট-৮ এ রপ্তানি কার্গো পরীক্ষা করছিল। এ সময় ডাক বিভাগের বুকিং করা প্যারিসগামী মালামালের ভেতর লুকানো ইয়াবা শনাক্ত হয়।

ঘটনার পরই বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা নেন।

বেবিচক জানায়, স্ক্রিনিং টিমের সতর্কতা, অভিজ্ঞতা ও উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থার কারণে এই চোরাচালানের চেষ্টা নস্যাৎ হয়েছে। তাদের মতে, এ ধরনের সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা আরও দৃঢ় করেছে।

সংবাদটি শেয়ার করুন