ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে পরাজয় বাংলাদেশের মেয়েদের

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করেও ব্যাটিং ব্যর্থতায় হোঁচট খেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারীদের বিপক্ষে ম্যাচটি ১৩ রানের হার দিয়ে শুরু করেছে স্বাগতিক মেয়েরা। বিশেষ করে জারিন তাসনিম লাবণ্য তার অসাধারণ পারফরম্যান্সে সবার নজর কাড়েন একাই শিকার করেন ৪ উইকেট।

কক্সবাজারের একাডেমি মাঠে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল ১৯ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৮৮ রান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষ কখনোই বড় সংগ্রহ গড়তে পারেনি।

তবে ৮৯ রানের সহজ লক্ষ্যও টপকাতে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। রান তাড়ায় শুরুতেই ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে চাপে পড়ে দল। ইনিংসের ৩য় ওভারে আউট হন সুমাইয়া আক্তার সুবর্ণা। পরের ওভারে বিদায় নেন সাদিয়া ইসলাম। গোল্ডেন ডাক নিয়ে ফেরেন মাইমুনা নাহার স্বর্ণা মণি। পরে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই আউট হন ফারজানা ইয়াসমিন মেধা। ফলে ২২ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে পড়ে বড় বিপর্যয়ে।

একপ্রান্তে লড়াই চালিয়ে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন আরিত্রী নির্জনা মণ্ডল। কিন্তু ৩৮ বলে ২০ রানের ইনিংসটি দলের জয়ের জন্য যথেষ্ট হয়নি। এরপর সাদিয়া আক্তার ২০ বলে ১৬ এবং ববি খাতুন ১৮ বলে ১৩ রান করলেও শেষ পর্যন্ত ম্যাচ বাঁচাতে পারেনি কেউই। ১৯ ওভার ৫ বলে ৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

পাকিস্তানের হয়ে শাহার বানু নিয়েছেন দলের সর্বোচ্চ ৩ উইকেট। রোজিনা আকরাম ও মেমোনা খালিদ পেয়েছেন ২টি করে উইকেট।

সংবাদটি শেয়ার করুন