ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পুরস্কার নেওয়ার দিনেই কারাদণ্ড পেলেন বিখ্যাত পরিচালক

গথাম অ্যাওয়ার্ডসে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকা অবস্থাতেই ইরানের আদালত বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির বিরুদ্ধে রাজনৈতিক প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে এক বছরের কারাদণ্ড ঘোষণা করেছে। রায়ের সঙ্গে তাকে দেওয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞাও। গত সোমবার পানাহির আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানায় বিবিসি।

এরই মধ্যে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ ছবির জন্য গথাম অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য ও সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র জিতেছেন ৬৫ বছর বয়সী পানাহি। চলচ্চিত্রটি অস্কারেও মনোনয়ন পেতে পারে বলে আশা করা হচ্ছে।

পানাহি পূর্বেও দুইবার কারাবন্দি হয়েছেন, এবং দীর্ঘদিন ধরেই তার ওপর চলচ্চিত্র নির্মাণ ও ভ্রমণে নানা ধরনের সীমাবদ্ধতা আরোপিত ছিল। নতুন সাজা ঘোষণার আগে তিনি এক সাক্ষাৎকারে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

গথাম অ্যাওয়ার্ডসের মঞ্চে পানাহি তার নতুন দণ্ড নিয়ে কোনো বক্তব্য দেননি। তবে তিনি শ্রদ্ধা জানিয়েছেন সেই সব নির্মাতাদের প্রতি, যারা নীরবে ঝুঁকির মুখে সৃষ্টিশীল কাজ চালিয়ে যান।

উল্লেখযোগ্য বিষয় হলো ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ তিনি ইরানে সরকারের কড়া নজরদারি এড়িয়ে গোপনেই নির্মাণ করেন। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে ছবিটি জিতে নেয় স্বর্ণপাম। সমালোচকদের মতে, পানাহির ব্যক্তিগত জীবন ইরানের সংস্কৃতি ও রাজনীতির টানাপড়েনের এক জীবন্ত প্রতিচ্ছবি।

সংবাদটি শেয়ার করুন