আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হতাশায় রাঙিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে পরবর্তী দুই ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা এবং শেষ পর্যন্ত সিরিজ জিতে নেয়। এই ফেরার নেপথ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মুস্তাফিজুর রহমানের বোলিং।
সিরিজের প্রথম দুই ম্যাচে কোনো উইকেট পাননি ‘কাটার মাস্টার’। তবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট ঝুলিতে ভরেন তিনি। তার এই পারফরম্যান্সের প্রতিফলন মিলেছে সর্বশেষ আইসিসি র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে মুস্তাফিজ এখন টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৮ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই সর্বোচ্চ অবস্থানে।
শেখ মেহেদীর র্যাংকিংয়েও দেখা গেছে ইতিবাচক অগ্রগতি। সিরিজের প্রথম ম্যাচে তার জায়গা হয়নি একাদশে। কিন্তু বাকি দুই ম্যাচে সুযোগ পেয়ে মোট ৪ উইকেট দখল করেন ডানহাতি অফ স্পিনারটি। এর ফলে তিন ধাপ উন্নতি পেয়ে উঠে এসেছেন ১৪ নম্বরে।
লেগ স্পিনার রিশাদ হোসেনও আলো ছড়িয়েছেন পুরো সিরিজ জুড়ে। প্রথম ম্যাচে ১ উইকেটের পর শেষ ম্যাচে ২১ রানে ৩ উইকেট মোট পারফরম্যান্স তাকে র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে এনেছে ১৯তম স্থানে। নাসুম আহমেদের উন্নতি হয়েছে ৫ ধাপ বর্তমানে তিনি রয়েছেন ২৫ নম্বরে।
ব্যাটারদের র্যাংকিংয়েও এসেছে সুখবর। প্রথম ম্যাচে দলের হারে সঙ্গী হলেও অপরাজিত ৮৩ রানের স্মরণীয় ইনিংস খেলে তাওহিদ হৃদয় এগিয়েছেন ৫ ধাপ, এখন তিনি যৌথভাবে ৪২ নম্বরে। অপরদিকে পারভেজ ইমন উন্নতি করেছেন ২১ ধাপ, যা তার ক্যারিয়ারের সেরা তিনি এখন ৩৮ নম্বরে অবস্থান করছেন।




