দেশ বর্তমানে ভোটমুখী উত্তেজনার মধ্যে আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
ইসি সচিব বলেন, “আমরা নির্বাচনের জোয়ারে আছি। আমাদের প্রত্যাশা শতাব্দীর সেরা নির্বাচন।’’
তিনি আরও উল্লেখ করেন, “সামনে আমাদের যে নির্বাচন এবং গণভোটের আয়োজন রয়েছে, তা একটি বিশাল কর্মযজ্ঞ। একে অপরের পরিপূরক হিসেবে দেখা যায়। গণভোটের চারটি প্রশ্নের মধ্যে মাত্র একটি উত্তরের বিষয়টি নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও, উপদেষ্টা পরিষদের আলোচনায় দেখা গেছে রাজনৈতিক দলের প্রচারণায় বিশটি ম্যানিফেস্টো থাকলেও সবার সঙ্গে একমত হওয়া সম্ভব নয়। তাই পুরো প্রক্রিয়া এবং সার্বিক বিষয় বিবেচনা করেই ভোট দিতে হবে।’’
কর্মসূচি ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও উপস্থিত ছিলেন।




