ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশ নয় / সিরিজ জয়ে দাপট দেখাল টাইগাররা

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে দাপুটে জয়ের পরও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে চাপের মুখে পড়ে বাংলাদেশ। তবে সেই শঙ্কা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সিরিজ নিজেদের করে নিল টাইগাররা।

মঙ্গলবার চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের মাত্র ১৯.৫ ওভারে ১১৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।

এই ম্যাচে হয়েছে দুটি উল্লেখযোগ্য রেকর্ড। আয়ারল্যান্ডের গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক্যাচটি তালুবন্দি করে তানজিদ হাসান তামিম গড়েছেন এক বিরল কীর্তি—টেস্ট খেলুড়ে দেশের কোনো ক্রিকেটার হিসেবে এক টি-টোয়েন্টি ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার অনন্য রেকর্ড এখন তার দখলে।

এছাড়া, টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এটিই সর্বনিম্ন রানের ম্যাচের নতুন ইতিহাস। আজ দুই দল মিলে মোট রান করেছে মাত্র ২৩৬। এর আগে ২০২৩ সালে চট্টগ্রামেই দুই দলের টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান ছিল ২৫০।

অন্যদিকে, এই সিরিজেই হয়েছে দুই দলের সর্বোচ্চ রানসংখ্যার ম্যাচ—৩৪৪ রান। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড ১৭০ রান করেও জিততে পারেনি; বাংলাদেশ ১৯.৪ ওভারে ৬ উইকেট হাতে রেখে পৌঁছে যায় ১৭৪ রানে।

সংবাদটি শেয়ার করুন